চুয়াডাঙ্গায় আবারো শৈত্যপ্রবাহ, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রী সেলসিয়াস

বাসস
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫০
চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ০৮ ফেব্রুয়ারি  ২০২৫ (বাসস): জেলার উপর দিয়ে আবারো বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের  সীমান্তবর্তী এই জেলায় গত দুই দিন ধরে তীব্র শীতে যবুথবু হয়ে পড়েছে ১৩ লাখ মানুষ। এই শীতে চুয়াডাঙ্গায় পঞ্চমবারের মতো শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

কুয়াশা না থাকলেও ফুরফুরে বাতাসেই বিপর্যস্ত অনেকে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন ছিন্নমূল মানুষেরা। দিনমজুররা শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হচ্ছেন। গত দুই দিনে রাস্তাঘাটেও লোকজনের আনাগোনা সীমিত হয়ে পড়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, আজ শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস । এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। আজ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বহে যাচ্ছে । জানুয়ারি মাসেই চুয়াডাঙ্গায় ৪ দিন মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হয়।

আবহাওয়া অফিসের পরিসংখ্যান অনুযায়ী, এ জেলায় ৯ জানুয়ারি ৯ দশমিক ৪ ডিগ্রি, ১০ জানুয়ারি ৮ দশমিক ৫ ডিগ্রি, ২০ জানুয়ারি ৯ দশমিক ৬ ডিগ্রি ও ২৬ জানুয়ারি ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা রেলস্টেশনের প্লাটফর্মে হাঁটতে আসা, আবু বক্কর ও মজিবর বলেন, কয়েকদিন ঠান্ডা একেবারে কমে গিয়েছিল। দিনের বেলায় ফ্যান চালাতে হতো।  হঠাৎ দুই দিন থেকে শীতের তীব্রতা অনেক বেড়েছে। হাত-পায়ে কাঁপুনি ধরে যাচ্ছে । তবে  দিনের বেলায় রোদের তাপে শীত কম অনুভূত হলেও বিকেল থেকে তীব্রতা বাড়ছে ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল ইসলাম বাসসকে জানান, আজ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আগমী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
বিএনপি-জামায়াতের মধ্যে বিভেদ কেন প্রশ্ন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর
বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে
বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন, অধিকাংশ শেয়ারের দাম কমেছে
তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই-এ আইসিটিসি সেল খোলা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব
টিকিট ছাড়া সিলেট টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হলো ডিএনসিসি
১০