বাসস
  ২৪ জানুয়ারি ২০২৪, ১৫:৫১

ঢাবি সূর্য সেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন তরিকুল ও ফারুক  

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৪ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টারদা’ সূর্য সেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. তরিকুল ইসলাম ও ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. ওমর ফারুক এবং রানার্স-আপ হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. রিয়াজুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ বুধবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সূর্য সেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়ার সভাপতিত্বে উভয় অনুষ্ঠানে ঢাবি এ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী, প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং সূর্য সেন হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য  অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে সহ-শিক্ষা কার্যক্রমে আরও বেশী যুক্ত হতে পারে, সেজন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
অমর একুশে হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২০টি ইভেন্টে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন।