চট্টগ্রামে ২৪ ঘন্টায় ৩০ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০২

চট্টগ্রাম, ১১ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।  

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সিএমপি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, বাকলিয়া থানার আসামি দীপন ধর (৪০), মো. ফারুখ (৪৫), মো. ইমরান হোসেন (৩২), মো. মনির আলম (৩৩), চান্দগাঁও থানার আসামি পেয়ার আহমেদ (৪৫), মো. আব্দুর রহিম (৩৭), চকবাজার থানার আসামি মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী (৫২), পাহাড়তলী থানার আসামি মামুনুর রশিদ পাভেল (২১), ডবলমুরিং থানার আসামি শুক্কুর আহমেদ প্রকাশ মো. ফয়সাল (২২), সদরঘাট থানার আসামি আলী মর্তুজা (৩৫), নগরীর ৩০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক শাহাজাহান ইসলাম সাজু (২৮), ২৯ নং ওয়ার্ড যুবলীগের সহ-সম্পাদক মো. নাহিদুল আলম এলিন (৪৩), সদরঘাট থানার ঘাট গুদাম শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক মো. সফর আলী (৩৯), বায়েজিদ বোস্তামী থানার আসামি মো. ইকবাল হোসেন (৩৫), ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মো. নুরুল আলম (৬২), হালিশহর থানার আসামি মো. রুবেল মিয়া (২৬), পতেঙ্গা থানার আসামি মো. আব্দুর রউফ বাদশা (১৯), পাঁচলাইশ থানার আসামি মো. ওসমান গণি প্রকাশ ইমন (২৪), এ এন মেহেদী ইসলাম বাপ্পী (৪৪), খুলশী থানার আসামি মো. রফিক (৪০), কর্ণফুলী থানার আসামি বড় উঠান ইউনিয়নের ০৭নং ওয়ার্ড যুবলীগের সংগঠক মো. রাকিব (২৪), আকবরশাহ থানার আসামি চট্টগ্রাম মহানগরের ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাসুদ (৫০), কোতোয়ালী থানার আসামি মো. সাইফুল ইসলাম (৪৭), মোহাম্মদ আরশাদুল নুর (২০), আবুল কাসেম (৪৫) ও অবৈধ অস্ত্রধারী মো. আকবর হোসেন (২৫), ইমাম হোসেন প্রকাশ ইব্রাহীম (২৫), মো. বেলাল (৩৩), মো. রুবেল (২৭) এবং মো. আলমগীর হোসেন (৩৬)।

গ্রেফতারকৃতদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, অপরাধের সহযোগী ও অবৈধ অস্ত্রধারী রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

চলতি মাসের শুরু থেকে এপর্যন্ত প্রায় আড়াই শতাধিক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর পুলিশ।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের অভিযানে ১ হাজার ৬৩১ জন গ্রেফতার
মুক্তিযুদ্ধের চেতনার নামে অর্থ আত্মসাত ও মুক্তিযোদ্ধা গেজেটভুক্তিতে ঘুষ দাবি : দুদকের অভিযান
শ্রম অধিকার শক্তিশালী করে দেশকে মর্যাদাকর হিসেবে উপস্থাপন করা সম্ভব : শ্রম সংস্কার কমিশন
বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন: আইজিপি
মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় সাবেক এমপি মনু কারাগারে
গণ-অভ্যুত্থান ও শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সকল শ্রমিকের আইনি সুরক্ষা ও স্বীকৃতির সুপারিশ
স্বাধীনতা কাপ ভলিবলের সেমিফাইনালে বিমান-আনসার, বিকেএসপি-বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে স্পেনে ৩ দিনের শোক 
১০