কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র ক্যামেরা অপসারণের সিদ্ধান্ত

বাসস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৮

কুড়িগ্রাম, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর পতাকা বৈঠকে কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ-এর ক্যামেরা অপসারণের সিদ্ধান্ত হয়েছে। 

আজ মঙ্গলবার কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামে বাংলাদেশের নো-ম্যানস ল্যান্ডে অবস্থিত আলমগীর হোসেনের বাড়ির আঙ্গিনায় সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী পতাকা বৈঠকে এই সম্মতি জানায় বিএসএফ।

বৈঠকে সিদ্ধান্ত হয় যে, উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তে দু’দেশের সীমান্ত রেখা ঘেঁষে ভারতের নো-ম্যানস ল্যান্ডে গাছের ওপর লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিবে বিএসএফ। 

বৈঠকে বিজিবি’র পক্ষে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফের পক্ষে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন।

উল্লেখ্য, গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে বিএসএফ অতি গোপনে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮-এর ৯ এস সাব-পিলারের পাশে ভারতের নো-ম্যানস ল্যান্ডে গাছের ওপর সিসি ক্যামেরাটি লাগায়।

এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দিনভর বিজিবি ও বিএসএফের ক্যাম্প এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা তাৎক্ষণিক পতাকা বৈঠক হলেও সুরাহা না হওয়ায়, আজ মঙ্গলবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, বিজিবির জোরালো অবস্থানের কারণে ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার সিসিটিভি ক্যামেরাটি খুলে ফেলার বিষয় তারা আমাদের আশ্বস্ত করেন। এছাড়াও পতাকা বৈঠকে জোড়া মসজিদ এলাকায় শূন্য লাইনে নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলতে এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরি না করাসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদির ওপর আলোচনা হয়।

পরে একই স্থানে বিজিবি’র দিয়াডাঙ্গা সীমান্ত ফাঁড়ির আয়োজনে জন সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোটালীপাড়ায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত
মাদারীপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা খোকন তালুকদার
পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু
মানিকগঞ্জে ট্রাক ও সিএনজির সংঘর্ষে একজন নিহত, আহত ২ 
বুধবার রাতে ফ্লোটিলা ইসরাইলের নৌ অবরোধের কবলে পড়তে পারে
চট্টগ্রাম বন্দরে ১৪ অক্টোবর মধ্যরাত থেকে আদায় হবে বর্ধিত ট্যারিফ
বরিশালে আগৈলঝারার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন বিএনপি নেতৃবৃন্দ
রাঙামাটির নানিয়ারচরে নৌকা ডুবিতে দুই কলেজ ছাত্র নিখোঁজ
আগামী বছর টেনিসকে বিদায় জানাচ্ছেন মনফিলস
সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে : হাসনাত আব্দুল্লাহ
১০