বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৮

নড়াইলে চিত্রাংকন প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

নড়াইল, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস’র উদ্যোগে নড়াইলে চিত্রাংকন প্রতিযোগিতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে নড়াইল এস.এম সুলতান শিশুস্বর্গে চিত্রাংকন প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মধ্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শতাধিক শিক্ষার্থী চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে ব্যাগ,খাতা, পেনসিল,ইরেজার ও কলম দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ তুলে দেন।
লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস’র ভাইস চেয়ারম্যান লায়ন মুরশিদা খাতুন, লায়ন এস, এম, সাহেদ হাসান, লায়ন আ্যাডভোকেট হুমায়ুন কবির বাদশা, এস,এম সুলতান সংগ্রহ শালার কিউরেটর তন্দ্রা মূখার্জী, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মন্নু, লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস নড়াইলের সমন্বয়ক কামাল হাসান পপলু, এস.এম সুলতান সংগ্রহ শালার সহকারি কিউরেটর মেহেদী হাসান, চিত্রশিল্পী বলদেব অধিকারী, শিল্পী সমীর মজুমদার, শিক্ষার্থী ও অবিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।