রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে ইউপিডিএফ'র ক্যাম্পের সন্ধান পেয়েছে সেনাবাহিনী

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ২৩:৪০

ঢাকা ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সেনাবাহিনীর অভিযানে রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে ইউপিডিএফ (মূল) এর দুটি ক্যাম্পের সন্ধান পাওয়া গেছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  আজ রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক চলমান বিশেষ অভিযানে বন্দুকভাঙ্গা রেঞ্জে তল্লাশি অভিযান পরিচালনাকালে পাগলিছড়ি ও যমচুক এলাকায় পাহাড়ের চূড়ায় দুইটি প্রশিক্ষণ ক্যাম্প পাওয়া যায়।

সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানের কারণে ইউপিডিএফ (মূল) এর সন্ত্রাসীরা ওই ক্যাম্প দুটি পরিত্যক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

আইএসপিআর জানায়, পাগলিছড়ি এলাকায় পাহাড়ের চূড়ায় তল্লাশি অভিযানে ইউপিডিএফ (মূল) এর একটি সম্ভাব্য প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান মিলে যা একটি বড় জায়গা জুড়ে অবস্থিত। উক্ত ক্যাম্পে চলাচলের রাস্তাসহ পর্যবেক্ষণ চৌকি, প্রশিক্ষণ মাঠ এবং বাসস্থান বিদ্যমান রয়েছে।

এছাড়া অপর একটি অভিযানে যমচুক এলাকায় আরেকটি ক্যাম্পের সন্ধান পাওয়া যায়। এই ক্যাম্পটিতে অবস্থানরত সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন প্রতিরোধ করার জন্য খননকৃত বাঙ্কারসহ উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী বসবাসের ব্যবস্থা রয়েছে।

পার্বত্য চট্টগ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে এ ধরনের অপারেশন চলমান থাকবে বলে আইএসপিআর জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তাইবুরের আক্ষেপের দিন লিড নিল রাজশাহী
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: জেলায় জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৮
গালিব-শুভাগতর নৈপুন্যে প্রথম জয় ময়মনসিংহের
গণহত্যার দায়ে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড ন্যায় বিচারের অনন্ত দৃষ্টান্ত: বাংলাদেশ লেবার পার্টি
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে রাজশাহীতে মিষ্টি বিতরণ
স্বাগতিক বাংলাদেশের শুভ সূচনা
নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
সাতক্ষীরায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
বিএনপি, এনসিপিসহ ১২টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ বুধবার
১০