
সাতক্ষীরা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : সাতক্ষীরার আশাশুনিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণাও করা হয়।
কাদাকাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে আজ সোমবার বিকেলে উপজেলার তেতুলিয়া বাজারে নির্বাচনী প্রচারণা চালান সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন। এ সময় তিনি ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কাদাকাটি ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক তুহিনুল্লাহ তুহিন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম টুকু, বিএনপি নেতা এড. খোরশেদ আলম ডালিম, আতাউর রহমান লালটু, ফরহাদ হোসেন লিটন, আহসানুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।