গণহত্যার দায়ে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড ন্যায় বিচারের অনন্ত দৃষ্টান্ত: বাংলাদেশ লেবার পার্টি

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ২০:২০

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস): জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত গণহত্যার দায়ে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঐতিহাসিক মৃত্যুদণ্ডের রায় ন্যায় বিচারের অনন্ত দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

আজ লেবার পার্টির প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

রায় ঘোষণায় শুকরিয়া আদায়, ন্যায়বিচারের বিজয় এবং রায়কে যুগান্তকারী মাইলফলক হিসেবে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার ন্যায়সংগত গণ-আন্দোলনে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে যে গণহত্যা চালানো হয়েছিল, আজকের রায় সেই ভয়াবহতম নৃশংসতার বিরুদ্ধে ন্যায়বিচারের পূর্ণ স্বীকৃতি।

তিনি বলেন, এই রায় শুধু দুই ব্যক্তির বিরুদ্ধে নয় এটি স্বৈরাচার, ফ্যাসিবাদ, ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রদ্রোহী অপরাধের বিরুদ্ধে যুগান্তকারী বিচারিক দৃষ্টান্ত।

ডা. ইরান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, বাংলাদেশের নির্যাতিত, গণহত্যার শিকার ও গুম হওয়া পরিবারের আত্মত্যাগ বৃথা যায়নি। শহীদ আউয়াল মিয়া ও নাঈম হাওলাদারসহ শত শত শহীদ আজ ন্যায়বিচার পেয়েছে- এটাই জাতির দীর্ঘদিনের প্রতীক্ষিত বিজয়।

তিনি আরও বলেন, এই রায় প্রমাণ করেছে, কোনো স্বৈরশাসক জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে টিকে থাকতে পারে না। ন্যায়বিচার বিলম্বিত হলেও কখনও অস্বীকার করা যায় না। ফ্যাসিবাদের বিরুদ্ধে জনতার ঐক্য, আত্মত্যাগ ও নৈতিক শক্তিই আজকের এই ঐতিহাসিক রায়ের পথ তৈরি করেছে।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান দেশবাসীকে শান্ত-সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়ে বলেন- ন্যায়বিচারের এই বিজয়কে শক্তিতে পরিণত করে রাষ্ট্র মেরামত, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সংগ্রাম আরও জোরদার করতে হবে।

তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অভিনন্দন জানিয়ে বলেন, তাদের সাহসী ও নিরপেক্ষ ভূমিকা জাতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর নিকুঞ্জে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের দাবি নাহিদের
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানালেন শহীদ ওয়াসিমের বাবা ও শান্তর মা
হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা
মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের মেডিকেল শিক্ষায় বিশেষ কোটা
খুনি হাসিনার বিরুদ্ধে দেয়া রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় হবে না: গণঅধিকার পরিষদ
প্রভোস্ট আ্যাওয়ার্ড পেলেন ঢাবি অমর একুশে হলের ১৩ শিক্ষার্থী
লিওনাইস ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত
ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এ রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ : গণসংহতি আন্দোলন
জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল
১০