নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ২০:১৬

নেত্রকোণা, ১৭ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার কলমাকান্দা উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় মো. শাহীনুর আলম আকন্দ (৪৭) নামের একব্যক্তি মারা গেছেন।

আজ সোমবার সকাল সাড়ে দশটায় কলমাকান্দা উপজেলায় কলমাকান্দা-ঠাকুরাকোণা সড়কের বামনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহীনুর আলম আকন্দ জেলার খালিয়াজুরি উপজেলার সাতগাঁও গ্রামের বাসিন্দা। তিনি নেত্রকোণা জেলা শহরের  সাতপাই গাইনপাড়ায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। 

মো. শাহীনুর আলম আকন্দ কলমাকান্দা উপজেলা পরিষদ কার্যালয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. শাহীনুর আলম আকন্দ সোমবার সকালে মোটরসাইকেল যোগে নেত্রকোনা সদর থেকে কর্মস্থল কলমাকান্দার উদ্দেশ্যে রওনা হন।পথিমধ্যে বামনী এলাকায় পৌঁছামাত্রই তিনি হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ঢালের পড়ে যান। স্থানীয়রা শাহীনুর আলম আকন্দকে দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর নিকুঞ্জে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের দাবি নাহিদের
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানালেন শহীদ ওয়াসিমের বাবা ও শান্তর মা
হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা
মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের মেডিকেল শিক্ষায় বিশেষ কোটা
খুনি হাসিনার বিরুদ্ধে দেয়া রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় হবে না: গণঅধিকার পরিষদ
প্রভোস্ট আ্যাওয়ার্ড পেলেন ঢাবি অমর একুশে হলের ১৩ শিক্ষার্থী
লিওনাইস ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত
ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এ রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ : গণসংহতি আন্দোলন
জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল
১০