জামায়াত ক্ষমতায় এলে বাড়ি বাড়ি সহায়তা পৌঁছে দেবে : অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ২১:০৩

রংপুর, ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেছেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সাধারণ মানুষকে সহায়তার জন্য কোথাও যেতে হবে না। সরকার তার নিজ দায়িত্বেই সব মানুষের বাড়ি বাড়ি সহায়তা পৌঁছে দেবে।

আজ শুক্রবার রংপুর মহানগরীর আক্কেলপুর স্কুল এন্ড কলেজ মাঠে অসহায় দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে পেতে হলে সৎ, দুর্নীতিমুক্ত এবং জনগণের অধিকার আদায়ে সচেষ্ট একটি সরকার প্রয়োজন, আমাদের দল সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

সমাজের ধনাঢ্য ও দানশীল ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল আরও বলেন, কল্যাণকর রাষ্ট্র চাইলে আমাদেরকে সত্যিকারের ইসলামী মূল্যবোধ ধারণ করতে হবে।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রের চিন্তা করছি। এটি তখনই সম্ভব হবে যখন মানুষের মধ্যে আল্লাহ ভীতি আসবে, মানুষ অন্যায়-অনাচার, দুর্নীতি-ব্যভিচার থেকে দূরে থাকবে। আজকে সমাজে মানুষে মানুষে যে বৈষম্য ও ভেদাভেদ তা দূর করতে ইসলামী সমাজ ও রাষ্ট্রব্যবস্থা জরুরি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওসার আলী, কোতোয়ালি থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম কিবরিয়া ।

তাজহাট থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রমজান আলীর সঞ্চালনায়  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজহাট থানা আমির মাওলানা রবিউল ইসলাম। অনুষ্ঠানে রংপুর মহানগরীর ১৫ ও ৩১ নম্বর ওয়ার্ডের শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা 
দেশজুড়ে ৩১ হাজার ৫৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন থাকবে
অন্তর্বর্তী সরকারের আমলেই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব
চট্টগ্রামে পাহাড় থেকে ৬ ‘অস্ত্রধারী সন্ত্রাসী‘ আটক
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অভিযানে ২৫ জন আটক
বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ এড়িয়ে চলার আহ্বান
ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের কাজ দ্রুত শেষ হবে : সড়ক পরিবহন সচিব
এনসিপির নিবন্ধনের সাথে শাপলা প্রতীক দিতে হবে : নাসির উদ্দিন পাটোয়ারী
অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে টগর
সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০