
বেলাল রিজভী
মাদারীপুর, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস): মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিস এর ঝুঁকিপূর্ণ ভবনে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৬৬ সালে মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় নির্মিত ফায়ার সার্ভিসের দুই তলা ভবনটি ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পাঁচ বছর পার হলেও এ ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণ করা হয়নি। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে জীবনের ঝুঁকি মোকাবেলায় প্রথম সারিতে থাকা এসব সদস্যদের।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভবনের দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। অনেক স্থানের পলেস্তরা ঝরে পড়ায় রড বেরিয়ে আছে। ছাদের বিভিন্ন স্থানে ক্ষয়চিহ্ন, পানি পড়ার দাগ এবং ভাঙন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ভবনের পুরনো সিঁড়ি, করিডোর ও কক্ষগুলো নড়বড়ে অবস্থায় রয়েছে। বাইরের দিকে রং করা হলেও ভেতরের অবস্থা খুবই বিপজ্জনক। কর্মীরা জানান, প্রায়ই পলেস্তরা ঝরে পড়ে। তবুও দায়িত্ববোধের জায়গা থেকে তাদের কাজ করতে হচ্ছে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন, ‘আমাদের ভবনটি প্রায় পাঁচ বছর ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। প্রতিদিন কাজ করতে গিয়ে ভয়ে থাকি। যে কোনো দিন হঠাৎ করে দেয়াল বা ছাদের অংশ ভেঙে পড়তে পারে—এই আশঙ্কা সবসময়ই মাথায় থাকে। তারপরও আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু নতুন ভবনের কার্যক্রম এখনো শুরু হয়নি, যা খুবই দুঃখজনক।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, ‘২০২০ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণার পর বেশ কয়েকবার নতুন ভবন নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি বহুবার আলোচনায় এসেছে। কিন্তু এখনো অনুমোদন বা বাজেট ছাড় হয়নি। নিরাপদ ভবন ছাড়া কর্মীদের মনোবল উচ্চ রাখা কঠিন হয়ে পড়ে’।
তিনি আরও বলেন, জেলা শহরে ফায়ার সার্ভিসের সেবা এখন আগের তুলনায় বেশি জরুরি হয়ে উঠেছে। জনসংখ্যা বৃদ্ধি, বহুতল ভবন নির্মাণ এবং যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় জরুরি সেবার পরিধিও বাড়ছে। কিন্তু ভবনের ঝুঁকি তাদের কাজকে বাধাগ্রস্ত করছে।
ইতিহাস ও স্থানীয় গবেষণা সংশ্লিষ্ট ব্যক্তি সুবল বিশ্বাস বলেন, ‘যারা নিজের জীবন বাজি রেখে মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন, তাদের নিজেদের নিরাপত্তাই আজ হুমকির মুখে। এটি অত্যন্ত দুঃখজনক। দ্রুত নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি দাবি জানাই।’
সম্প্রতি দেশে হওয়া ভূমিকম্পের পর ভবনের স্থায়িত্ব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি এ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, দুর্যোগকালীন যেকোনো পরিস্থিতিতে ফায়ার সার্ভিস কর্মীরা মানুষের পাশে দাঁড়ান। কিন্তু তাদের নিজেদের কার্যালয় যদি নিরাপদ না হয়, তাহলে তাদের কাজে মনোযোগ ও দক্ষতা স্বাভাবিকভাবেই কমে যাবে। তাই দ্রুত এই ভবনের সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণ করা জরুরি।
স্থানীয় বাসিন্দা এসএম তুহিন বলেন, ভবনটি বহু বছর আগে নির্মিত। এখন নানা জায়গায় ফাটল দেখা যাচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত নতুন ভবন বা জরুরি সংস্কারে পদক্ষেপ নেয়ার দাবি জানাই।
ফায়ার সার্ভিস কর্মীদের দাবি, মানুষের জীবন বাঁচানোর এই গুরুত্বপূর্ণ বিভাগটি যেন নিরাপদ ভবনে আধুনিক সুবিধা নিয়ে দায়িত্ব পালনের সুযোগ পায়। তাদের কথায়, আমাদের জীবন যদি ঝুঁকিতে থাকে, তাহলে মানুষের প্রাণরক্ষা করাও কঠিন হয়ে পড়ে।