নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন হত্যা, ডিবির এসআই কনক কারাগারে

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ২০:৫৬ আপডেট: : ০৩ জানুয়ারি ২০২৫, ২১:১০

নারায়ণগঞ্জ, ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে গুলি চালিয়ে যুবদল নেতা শাওন হত্যার ঘটনায় তৎকালীন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।  

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় কনককে তার নিজ কর্মস্থল ঢাকা এয়ারপোর্ট ১৩ এপিবিএন থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আজ শুক্রবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ সময় ৭ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত আগামী সোমবার রিমান্ড শুনানীর দিন ধার্য করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

অভিযুক্ত কনক, ২০২২ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে চাইনিজ রাইফেল দিয়ে এলোপাতারি গুলি ছুড়েছিলেন। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান যুবদল কর্মী শাওন প্রধান। ওই সময় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন কনক। গুলি ছোড়ার ওই ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে তাকে গোয়েন্দা শাখা থেকে সরিয়ে দেয়া হয়।

ওই ঘটনার ২ বছর পর, ২০২৪ সালের ২১ অক্টোবর নিহত শাওনের বড় ভাই মিলন প্রধান বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। তৎকালীন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সাবেক পাঁচ সংসদ সদস্যসহ ৫২ জনকে মামলায় আসামী করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে: ড. মঈন খান
ইংল্যান্ডে ৬৯ বছরে শুষ্কতম বসন্ত, খরা নিয়ে শঙ্কা
গাজায় ‘দুর্ভিক্ষ’ এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জার্মানির চ্যান্সেলরের
নেত্রকোনায় সন্তান হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড 
শিল্পী থেকে প্রধানমন্ত্রী হওয়া এদি রামা চতুর্থ দফায় আলবেনিয়ার ক্ষমতায়
নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ডিবির অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের ছয়জন গ্রেফতার
বিচারপ্রার্থী জনগণের সেবাপ্রাপ্তি সহজীকরণে সারাদেশের আদালতে হেল্পলাইন চালুর নির্দেশ
আইপিএল’এ দিল্লি ক্যাপিটালসে খেলবেন মুস্তাফিজ
১০