নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন হত্যা, ডিবির এসআই কনক কারাগারে

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ২০:৫৬ আপডেট: : ০৩ জানুয়ারি ২০২৫, ২১:১০

নারায়ণগঞ্জ, ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে গুলি চালিয়ে যুবদল নেতা শাওন হত্যার ঘটনায় তৎকালীন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।  

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় কনককে তার নিজ কর্মস্থল ঢাকা এয়ারপোর্ট ১৩ এপিবিএন থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আজ শুক্রবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ সময় ৭ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত আগামী সোমবার রিমান্ড শুনানীর দিন ধার্য করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

অভিযুক্ত কনক, ২০২২ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে চাইনিজ রাইফেল দিয়ে এলোপাতারি গুলি ছুড়েছিলেন। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান যুবদল কর্মী শাওন প্রধান। ওই সময় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন কনক। গুলি ছোড়ার ওই ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে তাকে গোয়েন্দা শাখা থেকে সরিয়ে দেয়া হয়।

ওই ঘটনার ২ বছর পর, ২০২৪ সালের ২১ অক্টোবর নিহত শাওনের বড় ভাই মিলন প্রধান বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। তৎকালীন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সাবেক পাঁচ সংসদ সদস্যসহ ৫২ জনকে মামলায় আসামী করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ
পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় এসেছেন
সাবেক এমপি সুবিদ আলীর স্ত্রীর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঝিনাইদহে চড়ক পূজায় পুণ্যার্থীদের ঢল
জুলাইয়ের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ বা অ্যাকশন প্ল্যান ঘোষণা করবে ইসি 
এফওসিতে যোগ দিতে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব
তিন ঘণ্টা পর খুলনার সাথে রেল যোগাযোগ পুনঃস্থাপন
তিস্তা নদীতে নির্মাণাধীন সেতুর কাজ পাঁচ বছর ধরে বন্ধ
চট্টগ্রামের হালদা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনের জরিমানা
ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
১০