নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন হত্যা, ডিবির এসআই কনক কারাগারে

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ২০:৫৬ আপডেট: : ০৩ জানুয়ারি ২০২৫, ২১:১০

নারায়ণগঞ্জ, ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে গুলি চালিয়ে যুবদল নেতা শাওন হত্যার ঘটনায় তৎকালীন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।  

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় কনককে তার নিজ কর্মস্থল ঢাকা এয়ারপোর্ট ১৩ এপিবিএন থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আজ শুক্রবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ সময় ৭ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত আগামী সোমবার রিমান্ড শুনানীর দিন ধার্য করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

অভিযুক্ত কনক, ২০২২ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে চাইনিজ রাইফেল দিয়ে এলোপাতারি গুলি ছুড়েছিলেন। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান যুবদল কর্মী শাওন প্রধান। ওই সময় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন কনক। গুলি ছোড়ার ওই ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে তাকে গোয়েন্দা শাখা থেকে সরিয়ে দেয়া হয়।

ওই ঘটনার ২ বছর পর, ২০২৪ সালের ২১ অক্টোবর নিহত শাওনের বড় ভাই মিলন প্রধান বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। তৎকালীন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সাবেক পাঁচ সংসদ সদস্যসহ ৫২ জনকে মামলায় আসামী করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা 
দেশজুড়ে ৩১ হাজার ৫৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন থাকবে
অন্তর্বর্তী সরকারের আমলেই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব
চট্টগ্রামে পাহাড় থেকে ৬ ‘অস্ত্রধারী সন্ত্রাসী‘ আটক
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অভিযানে ২৫ জন আটক
বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ এড়িয়ে চলার আহ্বান
ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের কাজ দ্রুত শেষ হবে : সড়ক পরিবহন সচিব
এনসিপির নিবন্ধনের সাথে শাপলা প্রতীক দিতে হবে : নাসির উদ্দিন পাটোয়ারী
অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে টগর
সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০