শিরোনাম
গোপালগঞ্জ, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): লেখাপড়ার সুবিধা ও ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জনের জন্য গোপালগঞ্জে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। এবি ব্যাংকের আর্থিক সহায়তায় এসব ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ল্যাপটপ বিতরণ করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)শেখ জোবায়ের আহমেদ।
অনুষ্ঠানে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী প্রথম বর্ষের শিক্ষার্থী সুজনা ইয়াসমিন মনি ও সরকারি বঙ্গবন্ধু কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তামজিদ হোসেনের হাতে ১টি করে ল্যাপটপ তুলে দেন প্রধান অতিথি।