শিরোনাম
ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : বাংলাদেশের আর্চবিশপ কেভিন এস র্যান্ডাল আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে ড. হাছান মাহমুদকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য অভিনন্দন জানিয়েছেন।
বৈঠকে মাহমুদ বলেন, বাংলাদেশ একটি শান্তি, ধর্মীয় সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতার দেশ এবং একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল জাতি গঠনে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করে তিনি এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের মাধ্যমে তাদের মাতৃভূমি মিয়ানমারে টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কামনা করেন।
সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী মহামান্য পোপ ফ্রান্সিসের আবারও বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আর্চবিশপ দেশের বিভিন্ন স্থানে তার সফরের কথা জানান এবং বাংলাদেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে বিদ্যমান ঐক্যের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানবতার ক্ষতি করে এমন উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়।
উভয় পক্ষ গাজার যুদ্ধ, বিশেষ করে নিরীহ বেসামরিক নাগরিক হত্যা এবং ধর্মীয় স্থাপনায় হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।