বিশ্বব্যাংক প্রতিনিধি দলের ইউআইইউ’র উদ্ভাবনী কেন্দ্র পরিদর্শন

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২০

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল আজ বুধবার দুপুরে দেশের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) পরিদর্শন করেছেন।

ইউআইইউ’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাংক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী কেন্দ্র পরিদর্শন করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের (এসএআর) আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার।

প্রতিনিধি দলে আরও ছিলেন- বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটানের অর্ন্তর্বতীকালীন কান্ট্রি ডিরেক্টর মিসেস গেইল মার্টিন, প্রসপারিটি প্র্যাকটিস গ্রুপের আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এ ভার্গিস, এসএআর-এর অর্থ, প্রতিযোগিতামূলকতা ও বিনিয়োগ কর্মকর্তা (এফসিআই) গ্যাবি জর্জ আফরাম, প্রসপারিটির কান্ট্রি লিড ইকোনমিস্ট ও প্রোগ্রাম লিডার সোলেমান কুলিবালি, এফসিআই ও এসএআর-এর সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি, এফসিআই ও এসএআর-এর আর্থিক সেক্টা স্পেশালিস্ট সোফি ডং, এসএআরভিপি অফিসের প্রফেশনাল অ্যাসোসিয়েট মিসেস জর্জ লুইস ম্যাকনালি, বিশ্বব্যাংকের সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরিন এ মাহবুব ও প্রসপারিটির প্রোগ্রাম অ্যাসোসিয়েট মো. ফারুক হোসেন।

তাদের সংক্ষিপ্ত সফরে প্রতিনিধিরা বাংলাদেশে প্রযুক্তি উদ্যোক্তার অবস্থা, গবেষণা থেকে বাণিজ্যিকীকরণ প্রচেষ্টার সম্ভাবনা নিয়ে আলোচনায় যোগ দেন। তরুণ স্টার্ট-আপগুলোর জন্য একটি উদ্ভাবনী দল লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি @ ইউআইইউ-এর নির্বাচিত শিক্ষার্থীদের একটি দল ও পরামর্শদাতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড মার্শিয়ালাইজেশনের (আইআরআইআইসি) পরিচালক অধ্যাপক খন্দকার আবদুল্লাহ আল-মামুন এবং প্রতিনিধিদের অভ্যর্থনা জানান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া।

প্রসঙ্গত, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) তাদের ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম (ইউআইএইচপি)-এর অধীনে ইনোভেশন হাব পরিচালনা করে- যা নতুন ধারণা ও নতুন স্টার্ট-আপ উদ্যোগে শিল্প-শিক্ষা সহযোগিতাকে সহজতর করে। ইউআইইউ ইনোভেশন হাব আইআরআইআইসি নামে পরিচিত একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ, যেখানে গবেষণা প্রকৌশলীরা নিউরো মার্কেটিং, বাংলা মেডিকেল জিপিটি, এন্ডোমেট্রিওসিস স্ক্রিনিংয়ের জন্য অ্যাপস, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও আলঝেইমার স্ক্রিনিং ইত্যাদি প্রকল্প নিয়ে কাজ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
ব্রিটেন-ইইউর মধ্যে ১২ বছরের মৎস্যশিকার চুক্তি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
১০