বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৭

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ

নাটোর, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : ঐতিহ্যবাহী নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী আজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে  বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহিরুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন। অনুষ্ঠানে দেশের ৪০ হাজার শিক্ষার্থীর মধ্যে ইংরেজী অলিম্পিয়াড বিজয়ী বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মাওয়াকে সংবর্ধনা দেয়া হয়। 
বিজয়ী শিক্ষার্থীদের সনদ ও পুরষ্কার প্রদান শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।