বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৫
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৫

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩’র পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামীকাল

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) :  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩’র বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)। 
বাংলাদেশ শিশু একাডেমি ২০২২ এবং ২০২৩ সালের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা দেশের সকল উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ এবং বিভাগ থেকে জাতীয় পর্যায়ে বিজয়ী শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক এবং ক্রীড়াসহ মোট ৩০টি বিষয়ে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় প্রায় ৮ লাখ শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী ৪৭৪ জন জাতীয় শিশু পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। ২০২২ সালের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সবচেয়ে বেশি পুরস্কারপ্রাপ্ত জেলা রংপুর এবং ২০২৩ সালের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সবচেয়ে বেশি পুরস্কারপ্রাপ্ত জেলা ঢাকা।