বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪১

কুমিল্লার বরুড়ায় ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

কুমিল্লা  (দক্ষিণ), ১১ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ দুপুর ১১টায় মুন্সি আব্দুর রশিদ-জমিলা খাতুন ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে জেলার বরুড়ায় ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে ফাউন্ডেশনের কার্যলয়ে নগদ এককালীন বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি গোলাম মোস্তফা ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন নিপু বাসসকে বলেন, ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা প্রতিবছরের ন্যায় এবারও ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাসে ৩টি ক্যাটাগরিতে ১৫ জন মেধাবী ও ৩৫ জন কে সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়। প্রথম জন কে ৩৫০০ টাকা ও সনদ, দ্বিতীয় জনকে ২৩০০ টাকা ও সনদ, তৃতীয় জনকে ১২০০ টাকা, সাধারণ ক্যাটাগরিতে ৩৫ জন কে ৬০০ টাকা হারে মোট ৫৬ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন নিপু, বীরমুক্তিযোদ্ধা সামছুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক সামছুল আবেদীন মাহতাব প্রমুখ।