বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৮

জ্বালানি খাত আধুনিক ও যুগোপযোগী করার ধারা অব্যাহত রাখা হবে : নসরুল হামিদ

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি খাতে প্রযুক্তির ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি করে যুগোপযোগী ও আধুনিক করার ধারা অব্যাহত রাখা হবে। । আগামী চার বছরের মধ্যে সারাদেশে গ্যাস বিতরণের ক্ষেত্রে স্মার্ট মিটার সংযোজন করা হবে। স্মার্ট গ্যাস মিটার গ্যাসের অপচয় ও অর্থের সাশ্রয় করবে।
প্রতিমন্ত্রী আজ সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর পঞ্চাশ হাজার স্মার্ট গ্যাস মিটার কার্যক্রম এবং ডাটা সেন্টার উদ্বোধনকালে এসব কথা বলেন ।
এ সময় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান উপস্থিত ছিলেন। আজ এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়।
প্রতিমন্ত্রী পরে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাসটিলা আট নং কূপের খননকার্য পরিদর্শন করেন । তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ বছরের এপ্রিল মাসের মধ্যে এ কূপ হতে দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে।
এসময় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান ও বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক শোয়েব আহমেদ উপস্থিত ছিলেন।