দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন ইতালির ভাইস ফরেন মিনিস্টার 

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১০
ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস ফরেন মিনিস্টার মারিয়া ত্রিপোদি। ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস ফরেন মিনিস্টার মারিয়া ত্রিপোদি দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ১৮-২০ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম আজ বিকেলে মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ‘এ সফরকালে বাংলাদেশ অভিবাসন-সম্পর্কিত জটিলতার দ্রুত ও কার্যকর সমাধানের মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেবে।

তিনি বলেন, ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোদি প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার সাথে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।

মুখপাত্র বলেন, ‘গত আট বছরে এটি ইতালি থেকে মন্ত্রী পর্যায়ের প্রথম সফর এবং বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের প্রথম মন্ত্রী পর্যায়ের সফর।’

আলম বলেন, সফরকালে বাংলাদেশ ও ইতালি শিল্প ও বাণিজ্যিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের যুদ্ধবিরতিতে সমর্থন দিতে সংযুক্ত আরব আমিরাতকে রুবিওর আহ্বান
কুড়িগ্রামে ‘সমাজ নির্মাণে কবি-লেখকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
ভেনেজুয়েলার কাছে ৯ গেরিলা যোদ্ধা নিহত
কপ৩০ সম্মেলনে আবারো আদিবাসীদের বিক্ষোভ
বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের তৃতীয় কাউন্সিল অনুষ্ঠিত
ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে
ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা : সোমবার জাতিসংঘে ভোটাভুটি
নাগরিকদের জাপান ভ্রমণ এড়াতে বলল চীন
১০