
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভেনেজুয়েলা সীমান্তের কাছে কলম্বিয়ার সেনাবাহিনীর অভিযানে ৯ গেরিলা যোদ্ধা নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে একথা জানিয়েছে।
আরাউকা প্রদেশে সংঘটিত এই অভিযানটি কোকেন পাচারে জড়িত বিদ্রোহীদের বিরুদ্ধে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর জোরদার অভিযানেরই অংশ।
কলম্বিয়ার সেনাবাহিনী এই সপ্তাহে আমাজন অঞ্চলে বিমান হামলা চালিয়েছিল। ওই হামলায় ভিন্নমতাবলম্বী সাবেক ফার্ক স্প্লিন্টার গ্রুপের ১৯ সদস্য নিহত হয়।