জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হয়ে জনগণের মাঝে ফিরবেন তারেক রহমান : মিনু

বাসস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৪:২৫
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু শুক্রবার রাতে মহানগরীর বুলনপুর ঈদগাহ মাঠে ফুটবল প্রিমিয়ার টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি : বাসস

রাজশাহী, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস): তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হয়ে জনগণের মাঝে ফিরবেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু এ মন্তব্য করেছেন। 

গতকাল শুক্রবাররাজশাহী রাতে রাজশাহী মহানগরীর বুলনপুর ঈদগাহ মাঠে ৪নং ওয়ার্ড ফুটবল প্রিমিয়ার টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আশা করছি নভেম্বরের শেষ দিকে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মিনু আরও বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে ও দেশের মানুষের অধিকারের জন্য চব্বিশের আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের পরিবারকে সহযোগিতার আওতায় আনা হবে।

তিনি বলেন, শিক্ষা নগরীর পাশাপাশি খেলার মাধ্যমে রাজশাহীকে ক্রীড়া জগতে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগও নেওয়া হবে। সবাই মিলে সুন্দর নগরী গড়ে তুলতে কাজ করব।

সহকারী অধ্যাপক মো. রকিব উদ্দীন টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন-অর-রশিদ মামুন, সহ-সভাপতি মো. ওয়ালিউল হক রানা, সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন আহসান হাবিব রুবেল।

অনূর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে। ফাইনালে মনিরুল স্মৃতিসংঘকে ২-৩ গোলে হারিয়ে নবীন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে, ৪ নং ওয়ার্ড ফুটবল প্রিমিয়ার টুর্নামেন্টে নয়টি দল অংশ নেয়। ফাইনালে আয়াত কিংকে হারিয়ে ২-৩ গোলে জয়লাভ করে নবীন স্পোর্টিং ক্লাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এআই দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে রিউমার স্ক্যানার
শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিএনপি’র এক নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার 
শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু
বেতার শিল্পী আফরোজা নিজামী’র পাশে তারেক রহমান
সংসদ নির্বাচন : জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসি’র সংলাপ সোমবার
হুতিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
কুয়েটে চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক প্রশিক্ষণ
পটুয়াখালীতে দুশ্চিন্তায় লেপ-তোষক কারিগরেরা
গণভোটের চারটি প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়- প্রশ্ন রিজভীর
১০