বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের তৃতীয় কাউন্সিল অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:০৯
ছবি: বাসস

খাগড়াছড়ি, ১৫ নভেম্বর ২০২৫(বাসস) : জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার তৃতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে আজ সকাল ১১টায় শহরের পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য  শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে পুনরায় টাউন হলে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে টাউন হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা শাখার আহ্বায়ক ম্রাচাই মারমা এ সভায় সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কংজ প্রু মারমা, সদস্য সাথোয়াই প্রু চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ বিশিষ্ট ব্যক্তিরা। 

সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি, নারী নেতৃত্বের বিকাশ ও অধিকার প্রতিষ্ঠায় মারমা মহিলা ঐক্য পরিষদের ভূমিকা আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুয়েটে চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক প্রশিক্ষণ
গণভোটের চারটি প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়- প্রশ্ন রিজভীর
জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হয়ে জনগণের মাঝে ফিরবেন তারেক রহমান : মিনু
খাগড়াছড়ির পাড়াবন জীববৈচিত্র্য রক্ষায় ‘রোল মডেল’ হতে পারে
৭৭ বছরে পা দিলেন রাজা তৃতীয় চার্লস
আগামী নির্বাচন আগের মত হলে জাতি চরম দুর্ভোগে পড়বে : মিয়া গোলাম পরওয়ার
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের উদ্বোধন
নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড, কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করার ঘোষণা ট্রাম্পের
১০