কুড়িগ্রামে ‘সমাজ নির্মাণে কবি-লেখকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:৩৬
ছবি: বাসস

কুড়িগ্রাম, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস): ‘সমাজ নির্মাণে কবি-লেখকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা গতকাল জেলায় অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুড়িগ্রামের বিচারক (জেলা ও দায়রা জজ) রিপতি বিশ্বাসের সার্বিক সহযোগিতায় কুড়িগ্রাম সাহিত্য পরিষদ এ সভা আয়োজন করে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রিপতি বিশ্বাস অনুষ্ঠানের উদ্বোধন করেন। কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কবি, গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর (অব.) ড. গাজী রহমান, ডি.লিট।

ড. গাজী রহমান বলেন, ‘সমাজকে মানবিক, নৈতিক ও সচেতন পথে এগিয়ে নিতে সাহিত্য ও সাহিত্যের স্রষ্ঠাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহিত্য সমাজকে ভাবায়, মানুষকে জাগায় এবং পরিবর্তনের পথ দেখায়।’

তিনি বলেন, সাহিত্য সমাজের চেতনাকে জাগ্রত করে, মানুষকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে এবং সামাজিক পরিবর্তনের জন্য অনুপ্রাণিত করে। তিনি সমাজ নির্মাণে লেখকদের সৃজনশীল প্রতিভাকে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান।

কবি ও ছড়াকার মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. বজলুর রশীদ, কুড়িগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ফখরুল ইসলাম, উলিপুর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল সহযোগী অধ্যাপক মো. আবু জোবায়ের আল মুকুল ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজার রহমান খন্দকার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা তথ্য অফিসার মো. শাহজাহান, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. জসিম উদ্দিন এবং কুড়িগ্রাম সাহিত্য পরিষদের সভাপতি বেগম ফরিদা ইয়াসমিন। 

অনুষ্ঠানে জেলার সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষের উপস্থিতিতে সমাজ নির্মাণে সৃজনশীল লেখালেখির গুরুত্ব নিয়ে গভীর আলোচনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুয়েটে চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক প্রশিক্ষণ
গণভোটের চারটি প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়- প্রশ্ন রিজভীর
জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হয়ে জনগণের মাঝে ফিরবেন তারেক রহমান : মিনু
খাগড়াছড়ির পাড়াবন জীববৈচিত্র্য রক্ষায় ‘রোল মডেল’ হতে পারে
৭৭ বছরে পা দিলেন রাজা তৃতীয় চার্লস
আগামী নির্বাচন আগের মত হলে জাতি চরম দুর্ভোগে পড়বে : মিয়া গোলাম পরওয়ার
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের উদ্বোধন
নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড, কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করার ঘোষণা ট্রাম্পের
১০