ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

বাসস
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১২:০৬

ঝিনাইদহ, ১৫ নভেম্বর ২০২৫ (বাসস) : জেলার কালীগঞ্জে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্য মোটরসাইকেলের দুই আরোহী। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর উপজেলার তালেশ্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুমন হোসেন কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের পুত্র। আহত তৌকির আহমেদ ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের শামীম হোসেনের পুত্র ও জিহাদ হোসেন পোড়াহাটি গ্রামের হানিফ কাজীর পুত্র। 

পুলিশ জানায়, কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের যুবক সুমন হোসেন মোটরসাইকেলযোগে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুমন হোসেন মারা যান। আহত হন অন্য মোটরসাইকেলের দুই আরোহী। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই সুমন হোসেন নামে যুবকটির মৃত্যু হয়েছে। আহত দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন ও দুইজন আহত হয়েছেন। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হুতিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
কুয়েটে চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক প্রশিক্ষণ
গণভোটের চারটি প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে ‘না’ বলার সুযোগ কোথায়- প্রশ্ন রিজভীর
জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হয়ে জনগণের মাঝে ফিরবেন তারেক রহমান : মিনু
খাগড়াছড়ির পাড়াবন জীববৈচিত্র্য রক্ষায় ‘রোল মডেল’ হতে পারে
৭৭ বছরে পা দিলেন রাজা তৃতীয় চার্লস
আগামী নির্বাচন আগের মত হলে জাতি চরম দুর্ভোগে পড়বে : মিয়া গোলাম পরওয়ার
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের উদ্বোধন
নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড, কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
১০