বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৮

ভোলার লালমোহনে ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার

ভোলা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): জেলার  লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদীতে একটি কাঠের নৌকার মধ্য থেকে ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল। 
সোমবার  তেতুলিয়া নদীর দেবীর চর এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।সন্ধ্যায় কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় সন্দেহজনক একটি কাঠের নৌকাকে থামানোর সংকেত দিলে তা দ্রুত পালাতে চেষ্টা করে। পরে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে  ধাওয়া করলে দেবীর চর এলাকার নদীর তীরে নৌকাটি রেখে পালিয়ে যায় সংশ্লিষ্টরা।
পরে নৌকাটি তল্লাশি করলে তার মধ্যে থাকা মাছ ধরার জালের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।