শিরোনাম
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আজ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে প্রবাসী বাংলাদেশিদের সাথে এক বৈঠকে যোগ দিয়েছেন।
তিনি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের (ডব্লিউজিএস) সাইডলাইনে এ বৈঠকে যোগ দেন।
অধ্যাপক ইউনূস ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট (ডব্লিউজিএস) এর ভেন্যুতে একটি ইন্টারেক্টিভ প্লেনারি সেশনেও যোগ দেন।
এখানে পাওয়া তথ্য অনুসারে সেশনটি পরিচালনা করেন সিএনএন-এর বেকি অ্যান্ডারসন।
এদিন এর আগে, সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টা ডব্লিউজিএস-এ অংশ নিতে বুধবার রাতে দুবাই পৌঁছেছেন।
সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়া মন্ত্রী ড. আহমেদ বেলহৌল আল ফালাসি তাকে স্বাগত জানান।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ দুবাই সফরে অধ্যাপক ইউনূসের সাথে রয়েছেন।