বাসস
  ২১ এপ্রিল ২০২৪, ১৪:০৭

মালিবাগে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৪ (বাসস) :  রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯ টায় মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির  নাম আব্দুল ওয়াদুদ (৫৮)। কুমিল্লা জেলার  বুড়িচং থানা এলাকায় তার গ্রামের বাড়ি। তিনি মালিবাগ পশ্চিম হাজীপাড়া এলাকায় নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। রোববার দুপুর সাড়ে ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ  (ওসি)  মো: বাচচু  মিয়া বাসস'কে এ তথ্য জানান।
নিহতের পুত্র মো: আনোয়ার  জানান, তার পিতা পেশায় একজন নিরাপত্তাকর্মী ছিল। শনিবার রাতে কাজে যায় এবং কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। পথে মালিবাগ রেলগেট এলাকা দিয়ে রেললাইন  রাস্তা পারাপারের সময় হঠাৎ একটি ট্রেনের সাথে সজোরে ধাক্কা লেগে গুরুতর আহত হন বাবা।  এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান তিনি। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
ওসি মো: বাচচু  মিয়া জানান, এ ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট থানা পুলিশ পরবর্তী প্রয়োজনীয়  আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।