বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৭

বাগেরহাটের লতিফ মাস্টার ফাউন্ডেশন পরিদর্শনে সরকারের সচিব নাসরিন আফরোজ

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও সচিব নাসরিন আফরোজ আজ বাগেরহাটের লতিফ মাস্টার ফাউন্ডেশন ও উন্নয়ন স্বেচ্ছা সেবা কার্যক্রম (উসেকা) পরিদর্শন করেন। ছবি : বাসস

বাগেরহাট, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও সচিব নাসরিন আফরোজ আজ বাগেরহাটের লতিফ মাস্টার ফাউন্ডেশন ও উন্নয়ন স্বেচ্ছা সেবা কার্যক্রম (উসেকা) পরিদর্শন করেছেন।

এসময় লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরি, স্বপ্ননীড় বেশরগাতি এতিম ও বৃদ্ধ নিবাস, বেশরগাতি সায়েন্স এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট, গুণীজন শিক্ষক মরহুম লতিফর রহমানের বাড়ি, বায়তুল লতিফ জামে মসজিদ পরিদর্শনসহ লতিফ মাস্টার ফাউন্ডেশনের আওতায়  যে সব পরিকল্পনা নেওয়া হয়েছে তা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্তব্য বইয়ে তিনি তার সফরের অভিজ্ঞতা বর্ননা করে স্বাক্ষর করেন।

পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে সন্মাননা স্মারক দেওয়া হয়।