বাসস
  ২৭ এপ্রিল ২০২৪, ১৪:১৮

বিচারপতি ইনায়েতুর রহিমের মা নাজমা রহিমের দোয়া মাহফিলে স্পিকার

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪ (বাসস) : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি গতকাল শুক্রবার সুপ্রীম কোর্ট স্পোর্টস কমপ্লেক্সে বিচারপতি ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের মা মরহুম নাজমা রহিমের দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।  
দোয়া মাহফিলে নাজমা রহিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পড়ান তার জ্যেষ্ঠপুত্র বিচারপতি ইনায়েতুর রহিম।
এসময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, আইনমন্ত্রী আনিসুল হক এমপি, হুইপ মো. নজরুল ইসলাম বাবু এমপি, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, এ এফ এম বাহাউদ্দিন নাছিম এমপি এবং স্পিকারের স্বামী বিশিষ্ট ফার্মাসিউটিক্যালস বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসাইন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নাজমা রহিম গত ২৭ মার্চ ইন্তেকাল করেন।
নাজমা রহিমের সন্তান বিচারপতি ইনায়েতুর রহিম,অধ্যাপক ডা.নাসিমা সুলতানা, নাফিসা সুলতানা, ডা. নাদিরা সুলতানা, ইকবালুর রহিম এমপি, নাজিলা সুলতানাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।