শিরোনাম
ভোলা, ২৮ এপ্রিল, ২০২৪ (বাসস): জেলার তজুমদ্দিন উপজেলায় শনিবার রাতে অগ্নিকান্ডে ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। গত রাত ১২ টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাসেরহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এরমধ্যে ৯টি প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়েছে ও ৫ টি আংশিক পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূচনা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে ফায়ার সার্ভিস।
তজুমদ্দিন ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ কামরুল ইসলাম জাকির আজ সকালে বাসস’কে জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তজুমদ্দিন, লালমোহন, বোরহানউদ্দিন ও সদরের মোট ৪টি ইউনিট ২ ঘন্টা ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১৪ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। অগ্নিকান্ডে ক্ষয় ক্ষতির তালিকা নিরূপণের কাজ চলছে বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে মুদির দোকান, খাবার হোটেল, চায়ের দোকান, কসমেটিকস, হার্ডওয়ার, ফার্মেসি, গার্মেন্টস, ফলের দোকান, কীটনাশকের দোকান, জুতার দোকান ও ইলেকট্রনিক্সের দোকান রয়েছে।