শিরোনাম
ঢাকা, ১১ মে, ২০২৪ (বাসস) : রাজধানীর নয়াপল্টন এলাকায় কুড়িয়ে পাওয়া শপিংব্যাগে থাকা ককটেল বিস্ফোরণে সানি (১৬) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে ।
ককটেলের স্পিøন্টারে আহত ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাসস-এর ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, শনিবার বেলা ২টার দিকে নয়াপল্টন এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে বিকেল সাড়ে ৩ টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। সানি ওই এলাকায় পরিত্যক্ত জিনিস টোকানোর সময় একটি শপিংব্যাগে থাকা ককটেলটি ফেটে যায়। এতে স্পিøন্টারের আঘাতে ওই কিশোরের হাত-পায়ে ক্ষতের সৃষ্টি হয়েছে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বাসসকে জানান, ‘আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।’
তিনি আরও বলেন, ককটেল বিস্ফেরণে সানির হাত-পা এবং শরীরের বিভিন্ন স্থানে স্পিøন্টারের আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। সানি ভবঘুরে প্রকৃতির। সে বিভিন্ন এলাকায় ভাঙ্গারী কুড়িয়ে বিক্রি করতো। আহত সানির বাবার নাম টিটু মিয়া। সে নগরীর কাকরাইল এলাকায় থাকে।