বাসস
  ০৭ জুন ২০২৪, ১২:২৬

নওগাঁয় চলতি মৌসুমে ৪ লাখ সাড়ে ৩১ হাজার টন আম উৎপাদন

নওগাঁ, ৭ জুন, ২০২৪ (বাসস): জেলায় চলতি মৌসুমে ৩০ হাজার ৩০০ হেক্টর জমি থেকে আম উৎপাদিত হয়েছে প্রায় ৪ লাখ সাড়ে ৩১ হাজার টন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ'র উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেছেন- এ জেলায় মোট আবাদযোগ্য জমির পরিমাণ ২ লাখ ৬৪ হাজার ২০০ হেক্টর। এতে আম বাগান সৃজিত জমি জেলার মোট জমির শতকরা ১১ দশমিক ৪৭ শতাংশ। উল্লেখিত জমির বাগান থেকে এ বছর সম্ভাব্য আম উৎপাদনের পরিমাণ ৪ লাখ ৩১ হাজার ৫০০ টন। তিনি বলেছেন বর্তমান বাজারদর অনুযায়ী উৎপাদিত আমের মূল্য আড়াই হাজার কোটি টাকা।
নওগাঁ জেলায় উপজেলা ভিত্তিক আম বাগান সৃজনের পরিমাণ হচ্ছে-  নওগাঁ সদর উপজেলায় ৫১০ হেক্টর, রাণীনগর উপজেলায় ১৩০ হেক্টর, আত্রাই উপজেলায় ১২৫ হেক্টর, বদলগাছী উপজেলায় ৫৩০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৭২০ হেক্টর, পতœীতলা উপজেলায় ৫ হাজার ৮১৫ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৬৯৫ হেক্টর, সাপাহার উপজেলায় ৯ হাজার ২৭০ হেক্টর, পোরশা উপজেলায় ১০ হাজার ৬০০ হেক্টর, মান্দা উপজেলায় ৪২০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ১ হাজার ৪৮৫ হেক্টর।