তরুণ সমাজের অংশ গ্রহণে আরও এগিয়ে যাবে দেশ : শারমীন মুরশিদ

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ২৩:২৪ আপডেট: : ১৬ জানুয়ারি ২০২৫, ২৩:২৮
আজ শিশু একাডেমিতে পিঠা মেলার উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপদেষ্টা শারমীন মুরশিদ। ছবি: পিআইডি

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫(বাসস) : তরুণ সমাজের অংশগ্রহণে দেশ আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি আজ বাংলাদেশ শিশু একাডেমি মাঠে তিন দিনব্যাপী পিঠা মেলার উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আশাবাদ ব্যক্ত করেন। আজ শুরু হওয়া এ পিঠা মেলা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান। 

শারমীন এস মুরশিদ বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের যে উৎসব পালিত হচ্ছে তার লক্ষ্য হচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সাংস্কৃতিক সৌন্দর্যকে উদযাপন করা। 

তিনি বলেন, সে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে তিন দিনব্যাপী এই পিঠা মেলার আয়োজন করা হয়েছে।

উপদেষ্টা বলেন, তারুণ্যের উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণরা এবং বিভিন্ন সংগঠনের উদ্যোক্তা অংশগ্রহণ করেছে এবং তাদের মধ্যে তারুণ্যের ব্যাপক সাড়া পাওয়া গেছে। 

তাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে হবে। তরুণ সমাজের যে আগ্রহ, উৎসাহ এবং অংশগ্রহণ, এ অংশ গ্রহণের জন্যই এই তারুণ্যের উৎসব।

তিনি আরও বলেন, তারুণ্য আমরা দেখেছি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে, ১৯৭১ এ মুক্তিযুদ্ধে এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবে। 

দেশ গড়ার কাজে তরুণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এই অংশ গ্রহণের জন্য তিনি তরুণদের স্বাগত জানান।

তিনি বলেন, এই তারুণ্যের উৎসবের জন্যই দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যন্ত নানা কার্যক্রম গ্রহণ করা  হয়েছে। এ কার্যক্রমে মন্ত্রণালয়ের আওতাধীন কার্যালয়গুলো সেখানে অংশগ্রহণ করছে। 

উপদেষ্টা বলেন, এই তারুণ্যের উৎসব সার্বিকভাবে সারা দেশব্যাপী সফল হবে, তরুণ সমাজের অংশগ্রহণে দেশ আরো এগিয়ে যাবে।

পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এর আগে তিনি তারুণ্যের উৎসব পিঠা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের বিভিন্ন পিঠার স্টল ঘুরে দেখেন এবং তাদের তৈরিকৃত পিঠা খেয়ে ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ১২দফা নির্দেশনা
বছরে ১ বিলিয়ন ডলার ক্ষতি রোধে জলবায়ু অর্থায়নে নতুন কৌশল সরকারের
তাপদাহ জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য হুমকি-পরিবেশ উপদেষ্টা
ভার্চুয়াল হাজিরা দিলেন ইনু-পলক-আসাদুজ্জামান নূরসহ ৯ জন
ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে হাইকোর্টের রুল
দুর্নীতির মামলায় স্ত্রীসহ সাবেক এনবিআর সদস্য মতিউর কারাগারে
রাজউকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ৬৬ জনকে অব্যাহতি
পূর্ব তিমুরে এমপিদের গাড়ি কেনার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত
বাটলারের রেকর্ড ভাঙ্গলেন আরব আমিরাতের ওয়াসিম
১০