রংপুরে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ২২:৪৯
আজ রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রংপুরে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

রংপুর, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রংপুরে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। 

স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্থানীয় সরকার বিভাগ, রংপুর জেলা প্রশাসন এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যৌথভাবে এই সভার আয়োজন করে। 

প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান বলেন, রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করতে প্রয়োজন যোগ্য প্রতিনিধি। রাষ্ট্রকে যোগ্য প্রতিনিধি উপহার দিতে পারে একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আর এই নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতার কোনো বিকল্প নেই।  

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আরো বলেন, পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে সংবিধান নেই। তারপরও সেই দেশ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এর কারণ হলো সকলেই নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করেন। জনপ্রতিনিধি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণকেই শিক্ষিত ও যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে হবে।  
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীগণ স্থানীয় সরকার ব্যবস্থাকে সংস্কারের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। 

উপস্থাপিত প্রস্তাবনার মধ্যে রয়েছে স্থানীয় নির্বাচন একই দিনে সম্পন্ন করা, দলীয় প্রতীক ছাড়া নির্বাচন, শিক্ষক ও চাকরিজীবীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দান, বিরোধ মিটাতে স্থানীয় জনপ্রতিনিধিদের বিচারিক ক্ষমতা প্রদান, স্থানীয় সরকারের আর্থিক ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ, স্থানীয় নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকা হ্রাস, কেন্দ্রীয় সরকারের আদলে স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি চালু প্রভৃতি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাণে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ.কে.এম. তারিকুল আলম।

এ ছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক মো. আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইম প্রমুখ। 

সভায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য, সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০