রংপুরে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ২২:৪৯
আজ রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রংপুরে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

রংপুর, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রংপুরে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। 

স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্থানীয় সরকার বিভাগ, রংপুর জেলা প্রশাসন এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যৌথভাবে এই সভার আয়োজন করে। 

প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান বলেন, রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করতে প্রয়োজন যোগ্য প্রতিনিধি। রাষ্ট্রকে যোগ্য প্রতিনিধি উপহার দিতে পারে একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আর এই নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতার কোনো বিকল্প নেই।  

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আরো বলেন, পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে সংবিধান নেই। তারপরও সেই দেশ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এর কারণ হলো সকলেই নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করেন। জনপ্রতিনিধি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণকেই শিক্ষিত ও যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে হবে।  
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীগণ স্থানীয় সরকার ব্যবস্থাকে সংস্কারের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। 

উপস্থাপিত প্রস্তাবনার মধ্যে রয়েছে স্থানীয় নির্বাচন একই দিনে সম্পন্ন করা, দলীয় প্রতীক ছাড়া নির্বাচন, শিক্ষক ও চাকরিজীবীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দান, বিরোধ মিটাতে স্থানীয় জনপ্রতিনিধিদের বিচারিক ক্ষমতা প্রদান, স্থানীয় সরকারের আর্থিক ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ, স্থানীয় নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকা হ্রাস, কেন্দ্রীয় সরকারের আদলে স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি চালু প্রভৃতি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাণে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ.কে.এম. তারিকুল আলম।

এ ছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক মো. আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইম প্রমুখ। 

সভায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য, সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন চায় বিএনপি : সৈয়দ এমরান সালেহ প্রিন্স
ভারতীয় গানের ফুটেজ ব্যবহার করে বাংলাদেশবিরোধী অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
মিটফোর্ডে ব্যবসায়ীকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও শোক প্রকাশ
বিএনপির রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল ইসলাম
জীবন বাঁচাতে আগে ত্রাণ, পরে টেকসই বাঁধও হবে : ফেনীতে ত্রাণ উপদেষ্টা
ফেনীতে বন্যাদুর্গতদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ 
জামায়াতের লক্ষ্য নিরাপদ, বাসযোগ্য কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়া : শফিকুল ইসলাম মাসুদ
মিটফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও দায় বিএনপির ওপর চাপানো নোংরা অপরাজনীতি : সালাহউদ্দিন আহমেদ
চাঁদাবাজদের হাত থেকে দেশের ব্যবসায়ীদের রক্ষা করবো : নাহিদ ইসলাম
১০