বাসস
  ২৩ জুন ২০২৪, ১৭:৪০

ভোলায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মধ্যে বাছুর বিতরণ

ভোলা, ২৩ জুন ২০২৪ (বাসস): জেলার সদর উপজেলায় আজ ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’- এর আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ২৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে সদর উপজেলা মৎস্য  দপ্তরের উদ্যোগে  উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে জেলেদের মধ্যে এসব বাছুর বিতরণ করেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শিলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে  উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুছ সালেহীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টিএসএম ফিদা হাসান, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা  মো. রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।