বাসস
  ২৭ জুলাই ২০২৪, ২০:০১

ঝালকাঠিতে বিনামূল্যে গাছের চারা বিতরণ

ঝালকাঠি, ২৭ জুলাই, ২০২৪ (বাসস): জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপক বনায়নের লক্ষ্যে ঝালকাঠিতে আজ বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। 
শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গাছের চারা উত্তোলন (৪র্থ পর্যায়ে) শীর্ষক প্রকল্পের আওতায় এক অনুষ্ঠানে চারা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের চেয়ারম্যানদের হাতে চারা তুলে দেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান।  
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান আসিফুর রহমান দিপু, মহিলা ভাইসচেয়ারম্যান উম্মে সালমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোজাম্মেল হক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ। 
বন বিভাগের আয়োজনে এই অনুষ্ঠানে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের জন্য ৫০০ টি করে মোট ৯ হাজার বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।