মুজিবনগর সীমান্ত থেকে ১৮টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক 

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০০:১৬
বিজিবির হাতে আটক ভারতীয় নাগরিক। ছবি : বাসস

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে ১৮টি স্বর্ণের বারসহ নূর হোসেন (৪৮) নামের একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত  স্বর্ণের বারের ওজন ২ কেজি ১৮ গ্রাম। 

আজ মঙ্গলবার বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) দায়িত্বপূর্ণ মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত মুজিবনগর মাঠের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হবে। এ প্রেক্ষিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমানের নির্দেশনায় অধীনস্থ মুজিবনগর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. রফিকুল ইসলাম ফোর্স নিয়ে সীমান্ত পিলার ১০৪/৫-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুজিবনগর মাঠের পার্শ্বে বাগানের মধ্যে অবস্থান গ্রহণ করে। আনুমানিক সকাল সাড়ে ১০টায় বিজিবি টহল দল সন্দেহভাজন এক ব্যক্তিকে পায়ে হেঁটে সীমান্তের দিকে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাকে আটক করে। পরবর্তীতে বিজিবি টহল দল আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার কোমরের সাথে প্যান্টের ভেতরে স্কচটেপদিয়ে  মোড়ানো ৩টি প্যাকেটের মধ্য হতে ২ কেজি ১৮ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়। 

আটককৃত ব্যক্তি ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্যামপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী গ্রেফতার
সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি
ঝিনাইদহে জুলাই শহীদদের স্মরণে কৃষকদলের বৃক্ষরোপণ
জাপানের প্রধানমন্ত্রী ইশিবার ভাগ্য নির্ধারণী উচ্চকক্ষ নির্বাচন আজ
আশ্রয় স্থগিতাদেশের পর প্রথম আগত অভিবাসীদের আটক করল গ্রিস
তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার লড়াই ১৪ বছরের: অধ্যাপক আলী রীয়াজ
সেনাসদর নির্বাচনী পর্ষদ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার যোগদান
জুলাই অভ্যুত্থানে ৯ শহীদের স্মরণে ৯ টি আমের চার রোপণ
চকবাজারে ছুরিকাঘাতের ঘটনায় ১ জন গ্রেফতার
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
১০