রেলপথ মন্ত্রণালয়ের লোকোমোটিভ ক্রয়ে তদন্ত কমিটি গঠন 

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৬:৫৩

ঢাকা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয়ের জন্য প্রস্তুতকৃত খসড়া স্পেসিফিকেশন যাচাই-বাছাইয়ের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. শেখ মইনউদ্দিনকে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালককে (রোলিং স্টক) করা হয়েছে সদস্য সচিব। কমিটির অন্য সদস্যরা হলেন- মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে; ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড (ডিএমটিসিএল) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপক। এছাড়া কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজ রেলপথে রূপান্তর’ শীর্ষক প্রকল্পের আওতায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত ক্রয় কার্যক্রমের জন্য বাংলাদেশ রেলওয়ে খসড়া স্পেসিফিকেশন প্রস্তুত করেছে। এই স্পেসিফিকেশন সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের নেতিবাচক আলোচনা চলছে। যা রেলপথ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে একটি উন্মুক্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেন্ডার প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত খসড়া স্পেসিফিকেশন পর্যাপ্ত যাচাই-বাছাইপূর্বক একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য এই কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটি স্পেসিফিকেশনে উল্লিখিত লোকোমোটিভ ও যন্ত্রাংশের কর্মক্ষমতা, আধুনিক প্রযুক্তি, জ্বালানী দক্ষতা, খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, বাংলাদেশের পরিবেশে ব্যবহার উপযোগিতা ইত্যাদি বিবেচনায় নিয়ে প্রস্তুতকৃত খসড়া স্পেসিফিকেশন যাচাই-বাছাইপূর্বক আগামী ১৫ (পনেরো) কর্মদিবসের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে।


 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অক্টোবরে অভিষেকের জন্য প্রস্তুত আফগান নারী শরণার্থী ফুটবল দল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪৪ কর্মী গ্রেফতার, ১৪টি ককটেল উদ্ধার 
ঢাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত
ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সাংবাদিকদের অধিকার আদায়ে আমৃত্যু লড়াই করেছেন রুহুল আমিন গাজী
বান্দরবানে বিজিবি’র শিক্ষা সামগ্রী ও মন্দিরে অনুদান প্রদান 
তাপসকে ফোনে হাসিনা : আমি বলছি যা যা পোড়াতে... ও সেতু ভবন পোড়াইছে
ইনুকে ফোনে হাসিনা: হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
কম খরচে বাংলাদেশি কর্মী নিতে মালয়েশিয়ার নিয়োগদাতাদের প্রতি বোয়েসেলের আহ্বান
১০