আসন্ন সাধারণ নির্বাচনের জন্য ৪০,০০০ বডি ক্যামেরা ক্রয় করবে সরকার

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১১:২৪ আপডেট: : ১০ আগস্ট ২০২৫, ১৬:৪৯

ঢাকা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস): আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্যে অন্তত ৪০,০০০ বডি-ওয়ার্ন ক্যামেরা (বডিক্যাম) ক্রয়ের পরিকল্পনা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ৪০,০০০ বডিক্যাম ক্রয়ের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, এসব ক্যামেরা হাজারের অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে। 

তিনি আরো বলেন, ‘আমরা অক্টোবরের মধ্যে ক্রয় সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছি, যাতে পুলিশ সদস্যরা এর মূল বৈশিষ্ট্য, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা সম্পর্কে পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে পারে।’

বাংলাদেশ কর্তৃপক্ষ জার্মানী, চীন ও থাইল্যান্ডের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে ক্যামেরা সরবরাহ নিয়ে যোগাযোগ করছে। নির্বাচন চলাকালে পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা বুকে এই ডিভাইস পরে দায়িত্ব পালন করবেন।

প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের দ্রুত ক্রয় সম্পন্ন ও হাজার হাজার পুলিশ সদস্যের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। 

তিনি বলেন, ‘যে কোনো মূল্যে আমাদের সব ভোটকেন্দ্রে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের ইতিহাসে ফেব্রুয়ারির নির্বাচনকে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করে তোলাই আমাদের লক্ষ্য।’

বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন নির্বাচনের জন্য একটি ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনার কথা জানান। অ্যাপটিতে থাকবে প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ জমা দেওয়ার ইন্টারঅ্যাকটিভ সুবিধা।

প্রধান উপদেষ্টা অ্যাপটির উদ্বোধন যেন দ্রুত সম্পন্ন এবং দেশের ১০ কোটিরও বেশি ভোটারের জন্য এটি সহজে ব্যবহারযোগ্য হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০