পাচারের সময় আটক গৌতম বুদ্ধের মূর্তিটি পরীক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানোর নির্দেশ

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০০:০৫

ঢাকা, ১০ আগস্ট  ২০২৫ (বাসস):  ২০ বছর আগে রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে পাচারের সময় আটক স্বেত পাথরের গৌতম বুদ্ধের মূর্তিটি প্রত্নতত্ত্ব কিনা বা প্রত্নতত্ত্ব নয় কিনা তা নিরুপণে পরীক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

এই মূর্তির ওজন ছয় কেজি। উচ্চতা ১৩ সেন্টিমিটার। আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ আদেশ দেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) মাঈন উদ্দিন চৌধুরি বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিচারক আদেশে উল্লেখ করেন, মামলার আলামত স্বেত পাথরের গৌতম বুদ্ধের মূর্তি প্রত্নতত্ত্ব কিনা বা প্রত্নতত্ত্ব নয় কিনা তা নিরুপণে পরীক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরে প্রেরণ করা হোক। আবশ্যকীয় হলে পরীক্ষার জন্য গৌতম বুদ্ধের মূর্তিটি যথা সম্ভব অক্ষত রেখে একান্ত প্রয়োজনে সামান্য একটু অংশ ভাঙ্গা যেতে পারে। ডিসি প্রসিকিউশন ও মালখানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলার আলামত স্বেত পাথরের বুদ্ধের মূর্তির সাক্ষী হাসিবুল হাসান সুমির মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে নিরাপদে প্রেরণের ব্যবস্থা নিতে বলা হলো। পরীক্ষা শেষে উক্ত আলামত নিরাপত্তার সাথে আদালতে উপস্থাপন করতে বলা হলো আগামী ১৫ সেপ্টেম্বর প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিবেদনের জন্য ও উক্ত সাক্ষীর পুনরায় জবানবন্দি ও জেরার জন্য।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৫ সালের ৭ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে,একদল মুর্তি পাচারকারী রাজধানীর শ্যামপুর থানার মীর হাজারিবাগ এলাকায় সক্রিয় রয়েছেন। তারা তাদের এজেন্ট দ্বারা বাংলাদেশের প্রত্যন্ত অবস্থিত মন্দির/প্যাগোডা থেকে বুদ্ধ মূর্তিসহ বিভিন্ন মূল্যবান প্রত্নতত্ত্ব চুরি করে বিদেশে পাচার করে। এসময় ঘটনাস্থলে পুলিশ অভিযানে গৌতম বুদ্ধের মূর্তিসহ আসামি শফিকুল ইসলামকে গ্রেফতার করেন। এ ঘটনায় পরের দিন  শ্যামপুর থানার এসআই বদিউজ্জামান একটি মামলা করেন। আলামত হিসাবে গৌতম বুদ্ধের মূর্তি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়। মামলাটি বর্তমানে  ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাচারের সময় আটক গৌতম বুদ্ধের মূর্তিটি পরীক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠানোর নির্দেশ
সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে : ডা. তাহের
পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার
গণঅভ্যুত্থানে আহত ও অসুস্থদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান
এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা 
জালিয়াতি করে ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেল ছাড়ানোর চেষ্টায় একজন আটক
বিশ্বমানের শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষা উপদেষ্টা
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫ জারি
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
বগুড়ায় গণশুনানি চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি : দুদক
১০