চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ২৩:৪৭
আজ চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক । ছবি : বাসস

চাঁদপুর, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস): চাঁদপুর জেলার হাইমচরে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে গতকাল অবৈধ কারেন্ট জাল ও একটি ইঞ্জিনচালিত বোটসহ ১১ জন জেলেকে আটক করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে জারিকৃত নিষেধাজ্ঞা কার্যকর রাখতে কোস্ট গার্ড ২৪ ঘণ্টাব্যাপী টহল ও নজরদারি জোরদার করেছে।

‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ রয়েছে।

এই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড নয়াআনি আউটপোস্ট ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে হাইমচর থানার লামছড়ি, কাটাখালী লঞ্চঘাট, বারো তহবিল ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ৭০ হাজার টাকা মূল্যের ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ১১ জেলেকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। জব্দকৃত জাল ধ্বংস করা হয় এবং বোটটি হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার জিম্মায় দেয়া হয়। বাকি ৮ জন জেলেকে আইনানুগ ব্যবস্থার জন্য হাইমচর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০