ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস): তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি। তিনি বলেন, পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন প্রতিটি ধাপেই প্রয়োজন সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও দক্ষ ব্যবস্থাপনা।
আজ সোমবার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী তথ্য ভবনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী বক্তব্যে সচিব প্রকল্পের লক্ষ্য, সময়সীমা ও ব্যয়ের সঠিক ভারসাম্য রক্ষা করতে প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমানে মন্ত্রণালয়ে ১০টি প্রকল্প চলমান। এসব প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়নে মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে। দিনব্যাপী প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন সাবেক সচিব মোস্তা গাউসুল হক।