বাসস
  ০৩ আগস্ট ২০২৪, ২১:১৬

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্য বরখাস্ত

ঢাকা, ৩ আগস্ট, ২০২৪ (বাসস): কোটা সংস্কার আন্দোলনে রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান জানিয়েছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে বরখাস্ত করা হয়েছে।
তিনি বলেন, ঘটনার পরে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে গত ১ আগস্ট তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
তিনি বলেন, ‘অপেশাদার, শৃঙ্খলা পরিপš’ী আচরণ ও কর্তব্যে অবহেলার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। ’
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ গত ১৬ জুলাই পুলিশ ও কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে মারা যান।