ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে কাল ঢাকা ছাড়ছেন মির্জা ফখরুল

বাসস
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৯ আপডেট: : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২২
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদানের লক্ষ্যে আগামীকাল রোববার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন।

তাঁর সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন দলের জাতীয় স্থায়ী কমিটি ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনিও ওই অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন।

এ বছর যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের তিন জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি’তে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগামীকাল রোববার (২ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়ার বিষয়টি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বার্তা সংস্থা বাসস’কে নিশ্চিত করেছেন।

ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের ওয়াশিংটন ডিসি’তে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হবে।

বিশস্ত সূত্রে জানা গেছে, বিএনপি’র মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী লন্ডন হয়ে আমেরিকায় যাবেন।

এ বিষয়ে জানতে চাইলে, বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাসস’কে বলেন, যুক্তরাজ্যের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে ‘আগামীকাল (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে যাত্রা করবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগদান করার জন্য গত ১০ জানুয়ারি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তিন জনকে আমন্ত্রণ জানানো হয়। দলের আমন্ত্রিত অপর দু’জনের মধ্যে রয়েছেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

দলের শীর্ষস্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগদান করবেন না । তাঁর পক্ষ থেকে একমাত্র কন্যা ব্যারিস্টার জায়মা রহমান ওই অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।

ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের কো-চেয়ারের নেতৃত্বে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের ওয়াশিংটন ডিসিতে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হবে।

উল্রেখ্য, ১৯৫৩ সালে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন’ গঠিত হয়। এ ফাউন্ডেশন গঠিত হওয়ার পর থেকে প্রতি বছরই  ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’র আযোজন করা হয়ে থাকে ।

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন’ প্রার্থনা ও আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার ‘প্ল্যাটফর্ম’ হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিয়েতনামে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে : মাসুদ সাঈদী
উজবেকিস্তানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেল : সালাহউদ্দিন আহমেদ
‘জুলাই সনদ’ চূড়ান্ত পর্যায়ে রয়েছে : প্রধান উপদেষ্টা
সিলেটে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন
ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর ঐক্যের দিকে এগিয়ে যেতে হবে:  শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
দীর্ঘ ১৬ বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান
ক্যাম্পাসগুলো বন্ধের পর আন্দোলনের প্ল্যাটফর্ম হয়ে উঠে পুরো বাংলাদেশ : আসিফ মাহমুদ
কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই মুক্তিযোদ্ধা : আব্দুল্লাহ তাহের
১০