বাসস
  ০৪ আগস্ট ২০২৪, ১৭:৩২
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৮:২৫

সিলেটে আওয়ামী লীগের নেতৃত্বে সাধারণ জনগণের অবস্থান কর্মসূচি

সিলেট, ৪ আগস্ট, ২০২৪ (বাসস): বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির প্রতিবাদে সিলেট নগরীরর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতৃত্বে সাধারণ জনগণ অবস্থান নিয়েছে।
আজ রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেট মহানগরীর বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের নেতৃত্বে সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ মানুষকে অবস্থান গ্রহন করতে দেখা গেছে।
এসময় তারা নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় দেশব্যাপী চলমান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সিলেট নগরীর সুরমা মার্কেট পয়েন্ট, কোট পয়েন্ট, তালতলা, শেখঘাট, জিন্দাবাজার, টিলাগড়, আম্বরখানা, সুবিদবাজার, মদিনা মার্কেট, টুকেরবাজার তেমুখি পয়েন্ট ও নগরীর দক্ষিণ সুরমা এলাকার বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি ছিলো লক্ষণীয়।
নেতৃবৃন্দ বলেন, তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বিএনপি ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত-শিবির কর্তৃক দেশব্যাপী সৃষ্ট সন্ত্রাস, লুটপাট ও নৈরাজ্যের প্রতিবাদে দেশপ্রেমীক জনগণ এখন ঐক্যবদ্ধ। এদেরকে প্রতিহত করতে দলমত নির্বিশেষে জনগণ এখন রাজপথে নেমে আসছে।
তারা আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, দেশের শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসী ঐক্যবদ্ধ রয়েছে।
পৃথক স্থানে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ,এডভোকেট রঞ্জিত সরকার এমপি, হাবিবুর রহমান হাবিব এমপি, সিলেট জেলা আওয়ামীলীগ সহ সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন, সহ সভাপতি সিলেট সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা ও মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে সিটি কাউন্সিলর জগদীশ দাশ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা,সিসিকের প্যানেল মেয়র মখলিছুর রহমান কামরান, জগলু চৌধিরী, সিলেট সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ নিজাম উদ্দিন,মহানগর শ্রমিকলীগ সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, সহ সিলেট জেলা ও মহানগর শ্রমিকলীগ, যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।