বাসস
  ১৩ আগস্ট ২০২৪, ২০:৩৬
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ২৩:৪৯

সালমান এফ. রহমান ও আনিসুল হক গ্রেফতার

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৪ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ. রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করেছে পুলিশ।   
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন আজ রাতে এক ক্ষুদে বার্তায় বাসসকে একথা জানান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে এই দুইজনকে গ্রেফতার করা হয়। নিউমার্কেট থানায় দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।