বাসস
  ১৩ আগস্ট ২০২৪, ২০:৪৩

২৬ দিন পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু

নারায়ণগঞ্জ, ১৩ আগষ্ট, ২০২৪ (বাসস) : ২৬ দিন পর আজ আবারো শুরু হয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচল। গত ১৮ জুলাই কোটা সংস্কারের আন্দোলন চলাকালে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার সকালে আবারও এ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান। 
তিনি বলেন, ‘গত ১৮ জুলাই দেশব্যাপী আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জ থেকে সকাল ৮টায় ছেড়ে যাওয়া ট্রেনটি আর ফেরেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দীর্ঘ বিরতির পর আজ থেকে সেবাটি আবার চালু হয়েছে।’
আগের মতো এ রুটে প্রতিদিন ৮ জোড়া ট্রেন চলাচল করবে বলেও জানান তিনি।