বাসস
  ১৪ আগস্ট ২০২৪, ২০:৪৬

গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বাসস ডিইউজে ইউনিটের এক মিনিট নীরবতা পালন

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৪ (বাসস) : ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ইউনিট আজ সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে। 
বাসস ডিইউজে ইউনিট যারা সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাত বরণ করে, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছে। এই আন্দোলন শেখ হাসিনার সরকারকে পতনের দিকে ধাবিত করেছিল।
সাংবাদিকরা গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের দুর্ভোগ দূর করতে এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। 
সভায় তারা দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে পূর্বের ব্যবস্থাপনায় অবৈধভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল করার দাবি জানানো হয়।
বাসস ডিইউজে ইউনিটের প্রধান মো. ফজলুল হকের সভাপতিত্বে সভায় সভাপতিত্ব করেন উপ ইউনিট প্রধান মো. রাজিব হোসেন। 
বৈঠকে বাসস ডিইউজে ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।