বাসস
  ১৫ আগস্ট ২০২৪, ১৫:৩৬

আইন সহায়তা পেতে লিগ্যাল এইড হেল্পলাইন ১৬৪৩০ নম্বরে যোগাযোগের আহ্বান

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৪ (বাসস): ১ জুলাই থেকে ৫ আগস্ট, ২০২৪ পর্যন্ত দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক ফৌজদারি মামলায় আইনি সহায়তা পেতে অফিস সময়ে লিগ্যাল এইড হেল্পলাইন ১৬৪৩০ ন¤বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। 
গতকাল বুধবার মন্ত্রণালয়ের সহকারি পরিচালক (মনিটরিং) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি কোন ব্যক্তি গত ১ জুলাই থেকে ৫ আগস্ট, ২০২৪ পর্যন্ত দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক ফৌজদারি মামলার শিকার হয়ে থাকেন তবে তাকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার লিগ্যাল এইড হেল্পলাইন কল সেন্টারের ১৬৪৩০ নম্বরের মাধ্যমে ভিকটিম সাপোর্ট বা আইনি সহায়তা দেয়া হবে। সম্পূর্ণ টোল ফ্রি এই হেল্পলাইনে সহায়তা পেতে অফিস সময়ের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে।